বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার খোকন
বরিশালের বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য গোলাম ছরোয়ার খোকন (৭০)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না....রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,চার ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার খোকন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের জ্যেষ্ঠ ভাই। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত করা হয়।
এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান,এসিল্যান্ড জিএমএ মুনীর,থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান চোকদার,বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে বিএনপিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: