কাহালু হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
শনিবার সকালে বগুড়ার কাহালু হানাদারমুক্ত দিবস/২৫ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও কাহালু পৌরসভার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন, কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহবুব হাসান, কাহালু পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৗস আলী শেখ, কাহালু থানার এস আই রুবেল হোসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, পৌরসভার কর্মচারীবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
(উল্লেখ্য যে, স্বাধীনতার ৩ দিন আগে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর কাহালু থানা হানাদার মুক্ত হয়েছিল)।

কাহালু (বগুড়া) প্রতিনিধি