আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে আলোর দিশারি
শিক্ষাই জাতির মেরুদণ্ড ও উন্নতির প্রধান পূর্বশর্ত। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া একটি জাতির পক্ষে টেকসই উন্নতির পথে অগ্রসর হওয়াও সম্ভব নয়। দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়।
বগুড়া সদরের মধ্য পালশা (গফুরপাড়া) এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমানে একাডেমিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভবনে নতুন বই হাতে উচ্ছ্বাসে মেতে উঠবে কোমলমতি শিক্ষার্থীরা। রঙিন ইউনিফর্ম পরা শিশুদের কোলাহলে বিদ্যালয় প্রাঙ্গণ আবারও হয়ে উঠবে প্রাণবন্ত।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক পাঠদানের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে। প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে অত্যন্ত যত্নসহকারে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সৃজনশীল শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সকল শিক্ষার্থীর জন্য শতভাগ উপবৃত্তি সুবিধা, সুসজ্জিত শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশে পাঠদান, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা। এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত চতুর্থ ও পঞ্চম শ্রেণির ন্যূনতম ৩০ শতাংশ শিক্ষার্থী শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, যেখানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাসিক এক হাজার টাকা এবং সাধারণ গ্রেডে মাসিক ৮০০ টাকা সরকারি বৃত্তি লাভ করে। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগও রয়েছে শিক্ষার্থীদের জন্য।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল আলাপকালে জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং একটি জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। শিশুদের যদি সযত্নে, সুস্থ ও সুন্দর পরিবেশে বিকাশের সুযোগ দেওয়া যায়, তাহলে তারাই ভবিষ্যতে দেশ গঠনের নেতৃত্ব দেবে এবং আদর্শ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, তাঁর বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ। বাবার স্মৃতিকে চিরজাগরুক রাখতে এবং এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের জন্য জমি ক্রয় করে দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই উদ্যোগ যদি একটি শিশুর জীবনও আলোকিত করতে পারে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ষ্টাফ রিপোর্টার