সারের ডিলার সিন্ডিকেট ভাঙ্গাে, কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার দাও-কৃষক সমিতি বগুড়া
বাংলাদেশ কৃষক সমিতির দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অদ্য বেলা ১১:৪৫ মিনিটে, ঐতিহাসিক সাতমাথায়, বগুড়া জেলা কৃষক সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি কৃষকনেতা হুমায়ুন কবির এবং সঞ্চালন করেন সংগঠনটির সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা হাসান আলী শেখ, শফিকুল ইসলাম শফিক। সংহতি বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা বায়েজিদ রহমান, প্রমূখ।
বক্তারা বলেন, কৃষি ও কৃষক আজ চরম অবহেলিত। তার প্রমাণ, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কৃষি সংস্কার কমিশন গঠন করেনি। বক্তারা এই সরকার কে সারের ডিলার সিন্ডিকেট ভেঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহের জোর দাবি জানান এবং সেইসঙ্গে শস্য বীমা চালু, পল্লি বিদ্যুৎ এর হয়রানি, দূর্নীতি বন্ধ করে কৃষি ও কৃষকের পাশে থেকে দেশ-জাতির রক্ষার দাবি জানান।
সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক