মেডিক্যালে ভর্তির সুযোগ পেল একসঙ্গে ৪৯ শিক্ষার্থী
নীলফামারীর সৈয়য়দপুর উপজেলা শহরের একটি সরকারি কলেজ থেকে একই সঙ্গে ৪৯জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর এ শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এর আগে গত বছর (২০২৪ সাল) ওই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে একই সঙ্গে ৬২ জন শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছিল। প্রতি বছরের মতো এবারেও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষক-শিক্ষিকারা আনন্দে উদ্বেলিত।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪৯জন শিক্ষার্থী বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে মেয়ে ৩৬জন এবং ছেলে ১৩জন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আর ভর্তির সুযোগপ্রাপ্তরা শিক্ষার্থীরা ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, কৃষ্টিয়া, নোয়াখালী, নওগাঁ, দিনাজপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে ডেন্টাল ইউনিটেও কয়েকজন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। এর আগের বছর এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৬২ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৭০জন পরীক্ষার্থী।
একই সঙ্গে ৪৯ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তি সুযোগ পাওয়ায় এ নিয়ে কথা হয়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এর সঙ্গে এ প্রতিনিধির। তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ, কঠোর তদারকি এবং পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা কারণে প্রতিবছর এইচএসসি ও ভর্তি পরীক্ষাগুলো আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় যেহেতু জীববিদ্যাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। মোট ১০০ নম্বরের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০ নম্বর বরাদ্দ থাকে সে কারণে জীববিদ্যা বিষয়ে পুরো সিলেবাস শিক্ষার্থীদের পুখানুপুঙ্খভাবে পড়ানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজটি বিগত ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠানটির নামকরণ ছিল সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়। পরবর্তীতে ১৯৭৭ সালে সৈয়দপুর সরকারি কারিগরী বিজ্ঞান কলেজ নামকরণ করা হয়। এরপর গত ২০১৯ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নতুন নামকরণ করা হয়েছে। (ছবি আছে)।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :