পোরশায় তরুনী অপহরণ মামলায় যুবক আটক
নওগাঁর পোরশায় এক তরুনীকে অপহরণ করায় আব্দুস সবুর(১৯) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের মৃত নজিরউদ্দিনের ছেলে।
জানা গেছে, প্রায় তিন মাস পূর্বে উপজেলার গাঙ্গুরিয়া এলাকার এক নাবালিকা তরুনীকে অপহরণ করে নিয়ে যায় আব্দুস সবুর। অনেক খোঁজাখুজির পর মেয়েকে সবুরের বাড়ি থেকে উদ্ধার করে মেয়ের বাবা। এ ব্যাপারে মেয়ের বাবা ৫ই অক্টোবর পোরশা থানায় অপহরণ মামলা করলে পুলিশ রোববার সবুরকে গ্রেফতার করে। গতকাল সোমবার আব্দুস সবুরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

নিজস্ব প্রতিবেদক