মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে শুরু তিন দিনব্যাপী বিজয় মেলা
মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
সোমবার (১৫ ডিসেম্বর) শেরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। মেলাটি চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী ১২টি স্টলে স্থানীয় কৃষি উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এতে স্থানীয় শিল্প ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে একটি কার্যকর বিপণন প্ল্যাটফর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা প্রশাসনের রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষি উদ্যোক্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শেরপুর প্রতিনিধি