উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনে প্রথম স্থান অর্জন করলো আকবরিয়া
বছর ঘুরে শতাব্দী পেরোলেও আকবরিয়া আজও রসনার তৃপ্তির এক অনন্য প্রতীক। প্রতিটি পণ্যে ঐতিহ্য, নিষ্ঠা ও ভালোবাসার ছোঁয়া রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বগুড়ার ভোক্তা ও সাধারণ মানুষের চাহিদা পূরণ করে আসছে। গুণগত মান ও স্বাদের কারণে আকবরিয়ার পণ্য ইতোমধ্যেই দেশজুড়ে স্বীকৃতি পেয়েছে এবং ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ছে। উদ্যোক্তা গড়তেও বিশেষ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি।
সোমবার বিকালে পৌর এ্যাডওয়ার্ড পার্কে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় এবং বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে ১০(দশ) দিনব্যাপী "বিসিক উদ্যোক্তা মেলা" এর সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্য থেকে উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনে সার্বিক সাফল্যের জন্য আকবরিয়া লিমিটেড প্রথম স্থান অর্জন করে। মেলায় আকবরিয়ার স্টলে ঐতিহ্যবাহী বাংলার নানা রকম পিঠা, বেকারি পণ্য এবং জনপ্রিয় ফাস্টফুড আইটেমসহ বিভিন্ন উৎপাদিত পণ্য দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিদিনই স্টলটিতে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেলায় মোট পঁচাশি লক্ষ টাকার বেচাকেনা সম্পন্ন হয়েছে এবং উদ্যোক্তারা ত্রিশ লক্ষ টাকার আগাম অর্ডার পেয়েছেন। সব মিলিয়ে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার লেনদেন হওয়ায় মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, এ ধরনের মেলায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের সামনে উপস্থাপনের সুযোগ পান। এর ফলে তারা বাজারের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন এবং নতুন ক্রেতা ও ব্যবসায়িক সংযোগ গড়ে তুলতে সক্ষম হন। বিশেষ করে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই উদ্যোগ গড়ে তুলতে বিসিক উদ্যোক্তা মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই স্থানীয় শিল্প আরও সমৃদ্ধ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সমাজের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, সহ-সভাপতি (নাসিব) একরামুল কবীর আহম্মেদ সহ প্রমুখ। ফেরদৌস ওয়াহিদ সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আবু হাশেম। উক্ত মেলায় ৭০ জন উদ্যোক্তা অংশ নেয়।

ষ্টাফ রিপোর্টার