কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস/২৫ইং উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, উপজেলা বিএনপি/পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৮ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহাীজ্জুলাম চৌধুরী, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহবুব হাসান, সদস্য সচিব শ্রী পুফল্ল্য, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, তাইরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
পরে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি