বিরামপুরে ওয়ান স্টপ সেন্টার স্থাপন বিষয়ে অ্যাডভোকেসী সভা
বিরামপুরে প্রবীণ, প্রতিবন্ধী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে “প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী ও ওয়ান স্টপ সেন্টার স্থাপনের সম্ভাবনা” বিষয়ক অ্যাডভোকেসী সভা করা হয়েছে।
উপজেলা কনফারেন্স হলে বুধবার (১৭ ডিসেম্বর) বকুলপুর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার পরিচালক নওশাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা এবং প্রধান আলোচক ছিলেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা বিনয় কুজুর। ২৪টি প্রবীণ ও প্রতিবন্ধী ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে ওয়ান স্টপ সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে বিষদ আলোচনা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম প্রমূখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি