পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টায় পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনের পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার আলী জানান,চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনের রেলপথে আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। তার পড়নে জরাজীর্ণ শীতের পোষাক ছিল। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এর আগে সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্তের কাজ করবে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ