পার্বতীপুরে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রবাসী দিবস ২০২৫ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। সভায় দক্ষ জনশক্তি গড়ে তোলা, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের সুযোগ বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।
উপজেলা প্রশাসন, পার্বতীপুরের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ