কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন
২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফসী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ৬”শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষণীদের মাঝে কৃষি প্রণোদনার বিনামুল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি প্রণোদনার ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কাশপিয়া তাসরিন।
ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক, মো. উপ-সহকারি কৃষি অফিসার তাপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষিণীবৃন্দ। উল্লেখ্য যে, ১”শ ৫০ জন কৃষক-কৃষিণী শুধুমাত্র হাইব্রিড ধানের ২ কেজি করে বীজ পাবে এবং ১ হাজার ৫”শ জন কৃষক-কৃষিণী উফসী ধানের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার পাবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি