আত্রাইয়ে মাদক মামলার দুই আসামী গ্রেফতার
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মোহন ঘোষ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল প্রামানিক (২৩) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার হরিপুর সরদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় প্রামানিক (২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি