সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
রোটারী ক্লাব অব ঢাকা রয়েল এর কমিউনিটি সার্ভিস প্রজেক্টের আওতায় নীলফামারীর সৈয়দপুরে এক শতজন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরে নিচু কলোনী আমদা ইনস্টিটিউট অব প্রফেশনালের নিজস্ব কার্যালয়ের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমদা ইনস্টিটিউট অব প্রফেশনাল এর চেয়ারম্যান ও বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন এর ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদা ইনস্টিটিউট অব প্রফেশনালের অধ্যক্ষ মো. জাহিদুল হক।
আমদা রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাইওয়ান চেম্বার অব কর্মাস কর্তৃক প্রদত্ত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আমদা ইন্সটিউট অব প্রফেশনাল এর সদস্যরা।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :