ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৫লক্ষ ৭৮ হাজার টাকার মাদক আটক
ফুলবাড়ী বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫লক্ষ ৭৮ হাজার টাকার মাদক আটক করেন। গত ১৫ ডিসেম্বর বিরামপুর বিশেষ ক্যাম্প চোরাচালন অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫শত ৭০ পিচ মদ তৈরির ট্যাবলেট আটক করেন। যাহার মূল ৫ লক্ষ ৭৮ হাজার ৫শত ৫০ টাকা। গত ১৬ ডিসেম্বর মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক দুটি অভিযান চালিয়ে ৭২০ পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাটলেট ও ২৮০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ৯৯ হাজার ৬শত টাকা। গত ১৮ ডিসেম্বর বিরামপুর বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে ২৮৮ বোতল সিরাপ ও ১৯ ডিসেম্বর বড়গ্রাম বিওপি, খানপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯১ বোতল বিদেশী মদ, ১৯৯০পিচ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে, যাহার মূল্য ৩লক্ষ ৩৮ হাজার ৯শত টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এম জাবের বিন জব্বার জানান সীমান্ত এলাকায় চোরাচালন দমনে বিজিবি নিরলস ভাবে কাজ করছে। চোরাচালন বন্ধে সীমান্ত এলাকায় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে।

ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি