বিরামপুরে প্রাক বড়দিন পালিত
বিরামপুর পৌর এলাকার খ্রীষ্টান পল্লী বেলডাঙ্গায় শনিবার (২০ ডিসেম্বর) প্রাক বড়দিন ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের সভাপতি মন্ত্রী মূর্মূ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। প্রধান আলোচক ছিলেন, খিদিরপুর মিশনের পাল পুরোহিত ফাদার বিজয় পেরেরা এবং ধানজুড়ি মিশনের পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রম। বক্তব্য রাখেন, উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের উপদেষ্টা কেরোবিন মেহব্রম, সাধারণ সম্পাদক অসীত চৌকিদার, পালক বেঞ্জামিন মার্ডি, পালক ডেভিড কিস্কু, পালক সুনীল সরকার, আলফ্রেড মাষ্টার, পাষ্টর বাবুলাল হেমব্রম প্রমূখ। অনুষ্ঠানে দেশের শুভ কামনা করে প্রার্থনা ও উপজেলার ৪জন অদম্য নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসীত চৌকিদার জানান, এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী গির্জায় বড়দিন পালন করা হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি