সৈয়দপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আল- মুয়াহ্মির কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওই মতবিনিময় সভার আয়োজন করে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের সেমিনার কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক ও আল -ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আল - মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোছা. আন্নি আরা বৃষ্টি। এতে স্বাগত বক্তব্য রাখেন আল- মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোকতাদির সাঈদ সানি।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, খালিশা বেল পুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর আসমতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়রুল আলম শাহ, মকবুল হোসেন ট্রাস্ট একাডেমির অধ্যক্ষ মো. ফরিদ সরকার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মনিরা আক্তার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমুখ।
মতবিনিময় সভা স্বাগত বক্তব্যে আল- মুয়াহ্মির কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোকতাদির সাঈদ সানি তাঁর বক্তব্যে বলেন, উত্তর জনপদের বাণিজ্য প্রধান শহর সৈয়দপুর। সাম্প্রতিক সময়ে এ শহরটি শিক্ষানগরী হিসেবে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে। উত্তরাঞ্চলের গেটওয়ে হিসেবে খ্যাত সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যসেবা খাতে অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে রোগীর সংকটকালীন অবস্থায় স্বাস্থ্যসেবা প্রদানে তেমন কোন উন্নত ব্যবস্থা নেই। কিডনি রোগীদের ডায়ালাইসিস করার জন্য রংপুর কিংবা ঢাকায় যেতে হয়। অনেক সময় জটিল রোগীদের পরিবহনে অনেক দূর্ভোগ পোহাতে হয়। দূর্ঘটনাজনিত গুরুতর আহত কিংবা মূমুর্ষ রোগীকে নিয়ে চরম বিপাকে পড়তে হয় অহরহ। এ সব দিক বিবেচনায় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সৈয়দপুরে আল- মুয়াহ্মির কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি স্থাপন করা হয়েছে। যাতে করে এলাকার সব শ্রেণি পেশার মানুষ স্বল্প খরচে সব রকম স্বাস্থ্য সেবা তাদের হাতে নাগালে পেতে পারেন।
মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সকল সদস্য ও আল- মুয়াহ্মির কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :