বিরামপুরে ১৭ ভোট কেন্দ্রের ঝুঁকি এড়াতে পুলিশের বিশেষ তৎপরতা
বিরামপুর পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ৬২ ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপুর্ণ ১৭টি কেন্দ্রের ঝুঁকি এড়াতে থানা পুলিশ বিশেষ তৎপরতা গ্রহণ করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) জোবায়ের হোসেন জানান, বিরামপুর উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৩০ জন ভোটার তালিকা ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৮৪৭ জন, নারী ৭৮ হাজার ৮৭৮জন এবং হিজড়া ৫ জন। এই ভোটারগণের ভোট প্রদানের জন্য ৬২টি কেন্দ্র রয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, ৬২ ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র বিশেষ গুরুত্বপুর্ণ। এই বিশেষ গুরুত্বপুর্ণ কেন্দ্রের অনাকাঙ্খিত ঝুঁকি এড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে এবং ঝুঁকি এড়ানোর জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিধি ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়েছে। এছাড়া ভোটের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ নজরদারি বাড়ানো হবে। নির্বিঘ্নে ভোটারগণের ভোট প্রদান এবং ভোট গ্রহণকারীদের ভোট গ্রহণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি