কাহালু উপজেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
রোববার দুপুরে বগুড়ার কাহালুর নারহট্র বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারে উপজেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সভাপতি ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মাৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কাহালু উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী। কাহালু উপজেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মাহবুব জামান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সহ-সভাপতি বেলাল হোসেন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আজাহার আলী, কার্যকরী সদস্য সহকারি অধ্যাপক রেজোয়ান হোসেন প্রমূখ। সাধারণ সভা শেষে অত্র সমিতির সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি