পোরশায় শহীদ ওসমান হাদীর জন্য জামায়াতের দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর শাহাদাত কবুলিয়াত কামনায় উপজেলা জামায়াতের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নিতপুর সদরে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী ও সেক্রেটারি শরিফুল ইসলাম। বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তারা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদের রূহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯
