কাহালুতে চুরি যাওয়া ট্রাক নাটোর থেকে উদ্ধার গ্রেফতার-২
গত ২০ ডিসেম্বর/শনিবার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের কালিয়ার পুকুর এলাকার আনিকা ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া ট্রাক নাটোর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার দিক নির্দেশনায় থানার এস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গতকাল রোববার ট্রাক চুরির সাথে জড়িত কাহালু উপজেলার রোস্তমচাপড় গ্রামের মইনুল বেগের পুত্র শুভ বেগ (২৭) ও উপজেলার শিকড় গ্রামের বাবলু মিয়ার পুত্র মিরাজুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করেন। তাদের স্বীকারোক্তির দেওয়া তথ্য মতের ভিত্তিতে উক্ত ট্রাকটি নাটোর থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুর রহিমের পুত্র রানা মিয়া গত ১৭ ডিসেম্বর দুপুরে কালিয়ার পুকুর এলাকার আনিকা ফিলিং স্টেশন মধ্যে তার বগুড়া ড ১১-২০৮৭ ট্রাক রেখে যায়। গত ২০ ডিসেম্বর সকালে এসে দেখে উক্ত স্থানে তার ট্রাকটি নেই । এ ঘটনায় সে গতকাল কাহালু থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ উক্ত পাম্পের সিসিটিভির ফুটেজ দেখে চোর এবং ট্রাক নিয়ে যাওয়া দিক সনাক্ত করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, চুরি যাওয়া ট্রাকটি ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি