বগুড়া ইয়াং মেনস্ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন এর প্রাক্-বড়দিন পালন
কেক কর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন, ধর্মীয় আলোচনা সভা, বিনোদন, লটারি, ক্রেস্ট প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্-বড়দিন উদযাপন করেছে বগুড়া ইয়াং মেনস্ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন। শনিবার বগুড়া ওয়াইএমসিএ’র উন্মুক্ত মঞ্চে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রঙিন সাজে সজ্জিত পুরো প্রাঙ্গণজুড়ে বিরাজ করে আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহ।
সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ'স অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মি: মানিক উইলভার ডি কস্টা। তিনি বলেন, যীশুখ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারী। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায়বোধ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। জাগতিক সুখের পরিবর্তে ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়ে তোলাই ছিল যীশুখ্রিষ্টের অন্যতম ব্রত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সহ-সভাপতি ম্যাগডোলিন ফ্রান্সিস্কা বেসরা, এক্সিকিউটিভ সেক্রেটারী ফর প্রোগ্রাম রনেল ফ্রান্সিস কস্টা, বগুড়া ওয়াইএমসিএ'র সাবেক সভাপতিদ্বয় এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, মি: দীলিপ মারান্ডী, সাধারন সম্পাদক ও প্রধান নির্বাহী অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
অনুষ্ঠানে বড় দিনের তাৎপর্য বিশ্লেষণ করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মি: গিলবার্ট মৃধা ও এনজিওদের পক্ষে এমাউস হাউজের সিস্টার। অনুষ্ঠানে এনজিএস বগুড়ায় প্রথম আগমনে তিনি সহ সেরা কর্মী ও নানা ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়। সংস্থার এজিএস হিউবার্ড রিমন মারান্ডীর সার্বিক তত্ত্বাবধানে কয়ার দলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন, বিনোদন, লটারি, বড়দিনের কীর্তন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
প্রাক্-বড়দিন অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।

ষ্টাফ রিপোর্টার