বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর ক্রিসমাস ট্রি পালন
বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী রবিবার শহরের গোহাইল রোডস্থ উপাসনালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ক্রিসমাস ট্রি পালন করেছে। অনুষ্ঠানে কেক কর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ক্রিসমাস ট্রি উৎসব বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এই উৎসব মানবজাতিকে পাপ ও ঘৃণার পথ থেকে সরিয়ে মমতা, ভালোবাসা ও ক্ষমাশীলতার পথে ফিরে আসার অনুপ্রেরণা দেয়। তিনি আরও বলেন, প্রভু যিশু বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের জীবনে বেঁচে থাকার আশা ও সাহস জুগিয়েছেন। ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা তথা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতার ওপর গুরুত্ব পাবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মি: গিলবার্ট মৃধা, সাবেক পালক প্রধান মি: সৌরভ বিশ্বাস, সম্পাদক মিসেস ছবি বিশ্বাস, প্রাচীন টোনাম সরকার, মার্গারেট বন্দনা দাস জুঁই, যুব কনভেনর হিউবার্ড রিমন মারান্ডী সহ প্রমুখ। শান্তা ক্লোজকে সঙ্গে নিয়ে সবাই আকবরিয়ার উপহার দেওয়া ক্রিসমাস ট্রির কেক কাটেন।

ষ্টাফ রিপোর্টার