সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের জোন মিটিং অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর দ্বিতীয় এ্যাডভাইজারি জোন মিটিং নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের সুনতানগরস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সেমিনার কক্ষে ওই মিটিংয়ের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ লায়ন প্রভাষক কহিনুর বেগম।
জোন মিটিংয়ে ডিজি টিমের সদস্য লায়ন দেবদাস শাহ, লায়ন সুব্রত সেন, লায়ন আজাদ রহমান, লায়ন রাকিব হোহেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. মোস্তাফিজুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক, লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন মো. আনিসুর রহমান বুলেট, লায়ন মো. জোবায়দুল ইসলাম মিন্টু, লায়ন মো. জাকির হোসেন মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিটিংয়ে দুইটি জোনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ ক্লাবের রিপোর্ট উপস্থাপন করেন। পরবর্তীতে রিপোর্ট পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মিটিংয়ের শেষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি লায়ন হাসান ইমাম এবং লায়ন্স ক্লাব অব পার্বতীপুর এর লায়ন আবু সালেহ মঞ্জু তাদের ক্লাবের রিপোর্ট ডিজি টিমের এবং জোন চেয়ারপার্সনদের হাতে তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :