সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) শহরের পুরাতন বাবুপাড়ায় প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. মো. মিনহাজ উদ্দিন রাজীব, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মোখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ বাসুদেব দাস, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নাজমুল হক ও ফারজানা আখতার প্রমুখ। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শারমিন আক্তার পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাবাহাত আলী জানান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক সমন্বয় আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকেরা প্রতিষ্ঠানটির শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এতে ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শেষে অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে চূড়ান্ত মূল্যায়নের ফলাফল তুলে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক