বিএনপির নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে দিক নির্দেশনামূলক সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত সোমবার বাদ এশা বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর ধানের র্শীষ মার্কার পক্ষে জামগ্রাম ইউনিয়নের বিএনপির নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতিত্ব করেন জামগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর আলম কামাল।
জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, বিএনপিনেতা শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ আলী, সদস্য সচিব আবু হাসান প্রমূখ। সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি