পোরশা সীমান্তে বাংলাদেশী যুবক আটক
নওগাঁর পোরশা সীমান্তে সুমন(২৪) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সুমন উপজেলার নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়ার মন্টু কামারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সুমন সীমান্তের ২৩০নং পিলার এলাকায় গেলে ভারত সীমান্তের স্থানীয় জনসাধারণ ও বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটকের পর সুমনকে ভারতের জগজীবনপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে জানাগেছে।
১৬ বিজিবি অধিনয়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান। এবিষয়ে তিনি বিএসএফ'র সাথে কথা বলে সুমনকে ফেরৎ নেয়ার জন্য কাজ করছেন বলেও জানান।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :