বিরামপুরে ভিশন ওয়াশিং মেশিন জিতলেন আলমগীর
ভিশন এম্পোরিয়াম বিরামপুর থেকে একটি মোবাইল ফোন কিনে লটারীর মাধ্যমে ওয়াশিং মেশিন জিতেছেন আলমগীর হোসাইন। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বিরামপুর শো-রুম থেকে তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
জানা গেছে, বিরামপুর পূর্বপাড়া মহল্লার আলমগীর হোসাইন ভিশনের ড্রিম হোম অফার সিজন-২ এর আওতায় বিরামপুর শো-রুম থেকে ৮৫০০ টাকায় একটি মোবাইল ফোন কিনেন। অফারের লটারীতে তিনি ২৭ হাজার টাকা মূল্যমানের একটি ভিশন ওয়াশিং মেশিন জিতেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিরামপুর শো-রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এতে ভিশনের পন্য কেনার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, ভিশনের নর্থ ইনচার্জ আমিরুল আফসান, দিনাজপুর এরিয়া ম্যানেজার শাহিনুর ইসলাম, হায়ার পারচেজ ইন্সপেক্টর মিজানুর রহমান, বিরামপুর শো-রুম ম্যানেজার খায়রুল ইসলাম, ভবন মালিক মোজাম্মেল হোসেন মণ্ডল, পুরস্কার বিজয়ী আলমগীর হোসাইন, ব্যবসায়ী তৌফিকুর রহমান প্রমূখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি