সৈয়দপুরে সাবেক ব্যাংকার সাইফুল আলম চৌধুরীর ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর হাজারীহাট পাকাধারার বাসিন্দা ও জনতা ব্যাংক পিএলসির সাবেক ডিজিএম সাইফুল আলম চৌধুরী টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগাটায় মরহুমের প্রথম জানাজার নামাজ রংপুর শহরের পর্যটন মোড় এলাকার সাতগাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর পূর্ব বেলপুকুর হাজারীহাট পাকাধারায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,মরহুম সাইফুল আলম চৌধুরী ছিলেন দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর হাজারীহাট পাকাধারার বাসিন্দার মরহুম মনির উদ্দিন চৌধুরীর হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরীর জ্যাঠাতো বড় ভাই।
তাঁর মৃত্যুতে নীলফামারী -(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওগত চৌধুরী ও আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট, উপজেলা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াৎ শাহ্ প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: