শেরপুর–ধুনটে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন
বগুড়া–৫ (শেরপুর ও ধুনট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী উত্তাপ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা দবিবুর রহমান শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল এবং শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিদ নাসিমসহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
এর আগে সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনী দৌড়ে প্রবেশ করেন। স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকাও মনোনয়নপত্র সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বিতার প্রাথমিক ইঙ্গিত দেন। নির্বাচনী অঙ্গনে এই ধারা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ভোটারদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা বাড়ছে।

শেরপুর প্রতিনিধি