জালিয়াতির প্রমাণ পাওয়ায় মান্নার প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল বাতিল করলো ইসলামী ব্যাংক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল বাতিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। জালিয়াতি ও ভুয়া নথিপত্র ব্যবহারের প্রমাণ পাওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয় এই সিদ্ধান্ত নেয়।
ব্যাংক সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে শর্তসাপেক্ষে আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার অনুকূলে ঋণ পুনঃতফসিলের একটি স্যাংশন পত্র ইস্যু করা হয়। তবে বিষয়টি নিয়ে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়।
তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ও পরিচালক ইসমত আরা লাইজু বর্তমানে যুক্তরাষ্ট্রে পলাতক থাকলেও তাদের স্বাক্ষর জাল করে এবং ভুয়া নথিপত্র তৈরি করে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চালানো হয়। এসব গুরুতর অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়ার পর ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্যাংশন পত্রটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে।
এ বিষয়ে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে গত ২১ ডিসেম্বর ঋণ পুনঃতফসিলের স্যাংশন পত্র বাতিল করা হয়েছে। যা হবে তার সম্পূর্ণ বৈধ প্রক্রিয়াতেই সম্পন্ন হবে।
উল্লেখ্য, বুধবার জোটের প্রার্থী হিসেবে বগুড়া ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী ঘোষণা করা হয়। একইদিন ঋণ খেলাফির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শেষ পর্যন্ত মান্না এই ঋণের টাকা পরিশোধ করবেন কিনা আর করলেও ২৯ ডিসেম্বরের আগে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ যাবে কিনা এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে।

ষ্টাফ রিপোর্টার