বিরামপুরে শীতবস্ত্র কেনার হিড়িক
উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে এখানে বিকেলের আগ পর্যন্ত সূর্য্যরে দেখা মিলছেনা। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে আর এক দফা বেড়েছে শীতের তীব্রতা। শীত থেকে পরিত্রাণের আশায় সামর্থ অনুযায়ী মানুষ ছুটছে শীতবস্ত্রের দোকানে। অভিজাত বিপনী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান পর্যন্ত সবখানে জমে উঠেছে শীতবস্ত্রের কেনাবেচা।
শহরের মিজান মার্কেটে আগত ক্রেতা উপজেলার বিজুল এলাকার শহিদুল ইসলাম জানান, শীতের দাপট বেড়ে যাওয়ায় তার স্ত্রী সন্তানের জন্য শীতবস্ত্র কিনতে এসেছেন। ফুটপাতের দোকানী রমজান আলী জানান, শীত বাড়ার সাথে তার দোকানের বিক্রিও বেড়েছে। তার মতে, বিত্তবানরা সুসজ্জিত মার্কেট থেকে শীতবস্ত্র কিনলেও নিম্ন আয়ের নারী-পুরুষরা কেনাকাটা করছেন ফুটপাতের দোকানে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি