পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
পঞ্চগড় জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫০০ জন শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহযোগীতায় শনিবার সকালে মিলগেট এলাকায় পঞ্চগড় চিনিকল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত উৎসবে পঞ্চগড় সুগার মিল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শইমী ইমতিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ফুলতলা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক মো: তোজাম্মেল হক প্রধান, শিশুর স্বর্গ ফাউন্ডেশন এর মেন্টর অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, অ্যাডভোকেট মনসুর আলী, ডাক্তার হাবিবুল্লাহ সুমন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেতুলিয়া
জামুরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া
উক্ত অনুষ্ঠানে তৃতীয় ইভেন্টে মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার দেওয়া হয় ।

পঞ্চগড় প্রতিনিধি