মানবসেবায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম ডা: এম এ বাতেন
মানবসেবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও মহৎ কাজ। যারা নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন, তারাই আমাদের গর্ব, আমাদের অহংকার। অন্যের হাসিতে তারা খুঁজে পান নিজের আনন্দ, অন্যের দুঃখে দুঃখী ভাবেন নিজেকে। অন্যের সেবায় জীবন কাটিয়ে দেন। তেমনই মানবসেবায় নিবেদিত এক নাম ডা: এম. এ. বাতেন।
গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কালজয়ী শিল্পী ভূপেন হাজারিকার বিখ্যাত গানের কয়েকটি লাইন 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে' তাঁর জীবনদর্শনের সঙ্গে যেন গভীরভাবে মিলে যায়। মানুষের সেবা করাকেই তিনি জীবনের প্রকৃত সফলতা বলে বিশ্বাস করেন।
ডা: এম এ বাতেন শুধু একজন স্বনামধন্য চিকিৎসক নন; তিনি এলাকাবাসীর কাছে ভরসার প্রতীক, অসহায় মানুষের নির্ভরতার আশ্রয়স্থল। চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ, অসহায়দের সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাদায়গ্রস্ত পিতাদের পাশে দাঁড়ানোসহ অসংখ্য মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন মানবতার জীবন্ত প্রতিচ্ছবি।
পেশাগত জীবনে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক। উত্তরাঞ্চলের একজন সুনামধন্য ইউরোলজি সার্জন হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তাঁর চিকিৎসায় বহু রোগী সুস্থ হয়ে নতুন করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা, অপারেশন ও ওষুধ বিতরণের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষদের কাছে হয়ে উঠেছেন ভালোবাসার পাত্র।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা: এম এ বাতেন মনে করেন, সবার সঙ্গে মিলেমিশে জীবনযাপন এবং সুখ-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না, চাই মনুষ্যত্বের চর্চা। আর জনসেবাই সেই মনুষ্যত্বের শ্রেষ্ঠ প্রকাশ।
তিনি বলেন, সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি যতদিন বেঁচে আছি, ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি ও নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই সমাজের অনেক তরুণকে মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে। সত্যিকার সুখের খোঁজে সকলকে মানবসেবায় উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানবসেবা কোনো দায়িত্ব নয়, এটি মানবিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার সম্পদ বা প্রভাব দিয়ে নয়, বরং সে অন্যের জীবনে কতটা আলো ছড়াতে পেরেছে তার মাধ্যমেই। সেই আলো ছড়িয়ে দেওয়ার নিরলস যাত্রায় ডা: এম এ বাতেন আজ সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ষ্টাফ রিপোর্টার