নওগাঁ-১ আসনে বিএনপির ৪প্রার্থীসহ মোট ৮প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে বিএনপির ৪জন প্রার্থীসহ সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান নওগাঁ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডা. ছালেক চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন। একই সাথে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল হক শাহ্ , জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী (কালু) ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন।
এছাড়াও আসনটিতে দলীয় প্রার্থী হিসাবে দলীয়ভাবে নাম ঘোষনা করা হয়েছিল এনসিপি মনোনীত প্রার্থী কৈলাশ চন্দ্র রবিদাস, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মুশফিকুর রহমান শাহ্, এলডিপি মনোনীত প্রার্থী শাহানসা। এদের মধ্যে কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :