দিনাজপুরে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল শেষ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন নিশ্চিত করেছেন যে, পার্বতীপুর, ফুলবাড়ী ও দিনাজপুর থেকে মোট ১০ জন প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে দিনাজপুর হতে ৪ জন, পার্বতীপুর হতে ৫ জন এবং ফুলবাড়ী হতে ১ জন প্রার্থী রয়েছেন।
দীর্ঘ দিন পর বড় সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের ভাষ্য— তারা এমন একজন প্রতিনিধি চান যিনি পার্বতীপুর ও ফুলবাড়ীর রাস্তাঘাট উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন:
বিএনপি থেকে ব্যারিস্টার এ. কে. এম কামরুজ্জামান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর
আনোয়ার হোসেন।জাতীয় পার্টি থেকে কাজী আব্দুল গফুর। নাগরিক পার্টি এনসিপির ডাঃ আব্দুল আহাদ। বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল কাদের চৌধুরী। আম জনতা পার্টির ইব্রাহিম আলী মন্ডল।
স্বতন্ত্র প্রার্থীতে যারা রয়েছেন তারা হলেন, এ. জেড. এম রেজওয়ানুল হক, এস. এম. জাকারিয়া বাচ্চু, হযরত আলী বেলাল এবং রোস্তম আলী।
পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে নারী ও পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫শত ১৬ জন। পার্বতীপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৫৯ হাজার ৬শত ৪১জন ও নারী ১লাখ ৫৯হাজার ৪শত ২১ জন মোট ভোটার ৩লাখ ১৯হাজার ৬২ জন। ফুলবাড়ী উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ৭৮ হাজার ৯শত ৪৫ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৫শত ৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার পার্বতীপুরে ২জন এবং ফুলবাড়ীতে ১জন।
নির্বাচনী এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে উন্মুখ হয়ে আছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ