শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুরে কুরআন খতম ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার হলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের আহ্বানে নেতাকর্মীরা উপজেলার মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে আসেন এ সময় শোকাহত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাই নয়, শাজাহানপুর উপজেলার সাধারণ মানুষের মাঝেও গভীর শোকের ছায়া নেমে আসে।
এদিকে বাদ আসর মহিসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তাঁর রূহের মাগফিরাত কামনায় ১০ বার কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, বিএনপি নেতা আলী হায়দার তোতা, মোশাররফ মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, আতাহার আলী কাইয়ুম, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন ও কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সুমি আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ