পোরশায় ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
নওগাঁর পোরশায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪দিন ধরে দেখা নেই রোদের। তীব্র শীতের কারনে মানুষ দৈনন্দিন কাজ করে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। শীতের কাছে যেন অসহায় হয়ে পড়েছেন হতদরিদ্র মানুষ। কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে এ শীতে মানুষের পাশাপাশি প্রাণীকুলেরও অবস্থা করুন। বেড়েছে শীতজনিত রোগ বালাই। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া, নিমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন বেশি।
শিশু বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ বিভিন্ন স্থানে খড়-কুটো বা কাগজের টুকরোই আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। শীত থেকে বাঁচতে হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ভীড় করছেন গরম কাপড়ের দোকানে। উপজেলার সারাইগাছী বাজার, নিতপুর বাজার, এবং বিশেষ করে সাপ্তাহিক গাঙ্গুরিয়া, মর্শিদপুর ও শিশা বাজারসহ এ উপজেলার বিভিন্ন নতুন ও পুরাতন শীতবস্ত্রের দোকান গুলোতে জেকেট, জাম্পার, সোয়েটার, চাদর, কানটুপি, মাপলার, টাউজার, হাত ও পায়ের মোজাসহ বিভিন্ন ধরনের শীতের পোশাক কিনতে বেড়েছে ক্রেতাদের উপচেপড়া ভীড়।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :