পার্বতীপুরে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলার ঢেরেরহাট হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পার্বতীপুরের ক্রীড়াঙ্গনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নারী প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে এলাকার উদ্যোমী যুব সমাজ।
পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাট হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর টুর্নামেন্টে ঢাকা ইউনাইটেড ক্লাব বনাম নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি, নাটোর মুখোমুখি হয়। জমজমাট লড়াই শেষে ঢাকা ইউনাইটেড ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি, নাটোর।
এই আয়োজন নারী ক্রীড়ার অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা জাগাবে-এমনটাই প্রত্যাশা সবার।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ