পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল । শুক্রবার বিকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজ মাঠে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর বিএনপি এ মাহফিলের আয়োজন করে। উক্ত
মাহফিলে পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কর্তৃক মনোনীত পঞ্চগড় -১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির
কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবু সায়েদ।

পঞ্চগড় প্রতিনিধি