নীলফামারীতে উত্তরা ইপিজেডে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর উত্তরা ইপিজেডের সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের সিএসআর প্রোগ্রামের আওতায় অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে তিন হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নীলফামারী সদরে চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী পিলার মোড় এলাকায় সম্প্রতি ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর নির্বাহী পরিচালক মো. আব্দুর জব্বার।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম সরকার, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার সারওয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সেখানে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত তিন হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সারওয়ার আলম জানান, তাদের প্রতিষ্ঠানের সিএসআর প্রোগ্রামের অধীনে প্রতিবছরই এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও উল্লিখিত সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, গত কয়েক দিন যাবৎ এ অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আর হাঁড় কাপানো প্রচন্ড শীতে এলাকার অসহায় শীতার্ত মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। তিনি তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তশালীদের শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :