বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের পুনরায় সভাপতি মোঘল সম্পাদক আলিম
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে সংগঠনের সাধারণ সভা থেকে সদস্যরা পুনরায় সভাপতি পদে মোস্তফা মোঘল এবংসাধারণ সম্পাদক পদে এইচ আলিম কে নির্বাচিত করেন।
৪ জানুয়ারী রোববার দুপুরে বগুড়া শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা মোঘল। সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণ করা হয়। বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এইচ আলিম। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সানাউল হক শুভ। সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন। সাধারণ সভায় সংগঠনকে আরো গতিশীল, বগুড়ার ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখা, নতুন ক্রীড়াবিদ তৈরীতে সহযোগিতা, ক্রীড়া সংগঠকদের ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করার বিষয় সহসাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৫ সালের কমিটি ভেঙে দিয়ে সাবেক সভাপতি রাহাত রিটুকে চেয়ারম্যান এবং জহুরুল ইসলামকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক পদে এইচ আলিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সাধারণসম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম, শামীম আলম।

ষ্টাফ রিপোর্টার