সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান ও সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়বাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করেন তাঁরা। ে যোগদানকারীরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন,ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের একটি চাল কল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হলে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ফুলের তোড়া দিয়ে বরণ করেন তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকান্ড, নিষ্ক্রিয়তা ও নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। এ বিষয়ে বিএনপিতে যোগদানকারী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, আমি ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের কর্মকান্ডে অসন্তোষ ছিলাম। অন্য নেতারাও একই কারণে অসন্তোষ। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে অর্ধ শতাধিক নেতাকর্মী মিলে বিএনপিতে যোগদান করেছি। আমাদের কোনভাবে কেউ ভয়ভীতি প্রদান করে দলে যোগদান করানো হয়নি। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ৭০ জন নেতাকর্মী নিয়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। যোগদান অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সহ-সভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :