বিরামপুরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিরামপুর সিনেট এসোসিয়েশন সোমবার (৫ জানুয়ারি) কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে।
শহরের খাদ্য গুদাম রোডে সিনেট এসোসিয়েশনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সোমবার কোরআন খতম করা হয় এবং বাদ যোহর দোয়া মাহফিল করা হয়। এই দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নূরা, বিএনপি নেতা মশকুরুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর শওকত আলী, সিনেট এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর জোবায়দুল হক জুয়েল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী সোহেল আলম মাসুম, রবিউল ইসলাম, হাসান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি