নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আলপনা বেগম। এর আগে, গত ২-৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে যে কোন এক সময়ে উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটেয়ায়ারী বাড়িতে এই চুরির এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সোলাইমান ও তার পরিবারের সকল সদস্য বাড়ির বাহিরে অবস্থান করায় তাদের বাড়ির রক্ষণাবেক্ষণ করেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি তিনি ঢাকাতে ডাক্তার দেখাতে যান। ওই সময় তিনি সৌদি প্রবাসী সোলাইমানের পাকা ভবনের দরজা,জানালা বন্ধ করে যান। গত সোমবার সন্ধ্যায় ভবনে ঢুকে তিনি দেখতে পান ভবনের কিচেন রুমের এগজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরে ঢুকে ৭টি সিলিং ফ্যান,গ্যাসের সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ দেড় লক্ষ টাকার মালামাল এবং প্রবাসীর বাবা সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালামের পুরষ্কার প্রাপ্ত বেইজ, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি নিয়ে যায়।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলে মোন্নাফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি