প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু
বিরামপুর উপজেলার সাংবাদিক ওহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়ায় অবস্থান কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মঙ্গলবার (৬ জানুয়ারি) সেখানে ইন্তেকাল করেছেন বলে তার পরিবার বুধবার নিশ্চিত করেছে।
মৃত: রিপনের ছোট ভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন গত ১১ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি বীমা কোম্পানী ও সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। রিপন উপজেলার জগদীশপুর গ্রামের মৃত: বয়েন আলী মণ্ডলের ছেলে। তার ১ স্ত্রী ও ৩ সন্তান বিরামপুর শহরের প্রফেসরপাড়া নিজ বাসাতে বসবাস করেন। মালয়েশিয়া থেকে রিপনের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে অবগত করা হয়েছে।
রিপনের মৃত্যুতে বিরামপুর প্রেসক্লাব (কলাবাগানের) আহবায়ক শাহ আলম মণ্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজারের) সভাপতি মোরশেদ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিকসহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত স্বজনদের সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি