সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নওগাঁর সাপাহারে এক বাসচালককে সহকারী পুলিশ সুপার কার্যালয়ে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল এএসপি শ্যামলী রানী বর্মনের বিরুদ্ধে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ‘পুলিশ মিডিয়া গ্রুপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, গত ৪ জানুয়ারি সাপাহার সার্কেলে কর্মরত এক সহকারী পুলিশ সুপার ও এক বাসচালকের মধ্যে সংঘটিত একটি অপ্রীতিকর ঘটনার সংবাদ ৬ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর ঘটনার সত্যতা যাচাইয়ে দ্রুত তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, এএসপির স্বামীর সঙ্গে বাসে কথাকাটাকাটির জেরে রাতেই চালক বাদলকে সার্কেল অফিসে ডেকে তার মোবাইল জব্দ করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
তবে অভিযুক্ত এএসপি অভিযোগ অস্বীকার করে এটি ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন।
এদিকে বাসের মালিক রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এছাড়াও উত্তর বঙ্গের ১৬টি জেলার জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম হেলাল জানান- দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা না নিলে হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: