স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর উদ্যোগে ১০টি পরিবারের মাঝে লেপ বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর এর উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত ১০টি পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।
গত মঙ্গলবার ( ৬ জানুয়ানি) রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়াবাজার এলাকার আশেপাশের গ্রামে ওই লেপগুলো বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সদস্যরা রাতে শহর থেকে প্রায় ১৬/১৭ কিলোমিটার দূরে গিয়ে গ্রামের অসহায় দুস্থ ও শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে লেপগুলো তুলে দেন।
এ সময় হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সভাপতি মো. শাহাবাজ, সাধারণ সম্পাদক মো. সুলতান, মো. সাজু, পীর মোহাম্মদ, মো. জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সাধারণ সম্পাদক মো. সুলতান জানান, শেষ পৌষে সৈয়দপুরসহ এই অঞ্চলের গত কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও দুস্থ পরিবারগুলো গত কয়েক দিনের প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে। তাদের অসহায়ত্বে বিষয়টি উপলদ্ধি করতে পেরে আমরা সংগঠনগতভাবে ক্ষুদ্র পরিসরে ওই লেপ বিতরণের উদ্যোগ গ্রহন করেছি।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :