বগুড়ায় দরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ ছড়াচ্ছে পেসড
বগুড়াসহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েক দিনে শৈত্যপ্রবাহের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষেরা চরম কষ্টে দিনযাপন করছেন।
উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে বুধবার প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড) এর উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় শ্রমজীবী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা ও সংকট দূর করে তাদের সচ্ছলতা ও স্বনির্ভরতা ফিরিয়ে আনার লক্ষ্যেই পেসড কাজ করে যাচ্ছে। চলতি মৌসুমে তীব্র শীতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়ায় মানবিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংস্থাটি আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
সংস্থার কার্যনির্বাহী সদস্য আজাহার আলী বলেন, মানবতার সেবা মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধের প্রতিচ্ছবি। শীতে ছিন্নমূল ও গৃহহীন অসহায় মানুষেরা চরম কষ্টে জীবনযাপন করেন। পেসড প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে। সামান্য সহায়তা শীতার্ত মানুষের দুর্বিষহ জীবন কিছুটা হলেও লাঘব করতে পারে। তাই সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। নিঃস্বার্থভাবে মানবতার সেবায় অংশগ্রহণ করলেই একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ষ্টাফ রিপোর্টার